ব্লগিং এর জন্য সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস থিম

ব্লগিং শুরু করতে গেলে নতুন ব্লগাররা যে কয়েকটি কমন প্রবলেম ফেস করে তার মধ্যে অন্যতম হচ্ছে থিম সিলেকশন।

মার্কেটে এই মুহূর্তে অসংখ্য ক্যাটাগরির থিম রয়েছে এবং প্রতিটি থিমের আবার মাল্টিপল অল্টারনেটিভ রয়েছে।

যার কারণে একজন নিউবি ব্লগারের কনফিউজড হওয়াটা অস্বাভাবিক কিছু না। 

আজকের এই পোস্টে আমি আলোচনা করবো সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যেগুলো ব্লগিং এর জন্য পারফেক্ট।

নিউ ব্লগাররা চাইলে এই থিমগুলো দিয়ে অনায়াসে ব্লগিং জার্নিং শুরু করে দিতে পারবে।

বেস্ট ৫ টি ওয়ার্ডপ্রেস ব্লগিং থিম

GeneratePress: ব্লগ সাইটের জন্য সবচেয়ে পছন্দের থিম হচ্ছে জেনারেটপ্রেস।

৬০-৭০% ব্লগসাইটে Generatepress এর ফ্রি,পেইড উভয় ভার্সন ইউজ করে , এক কথায় অসাধরণ।

তাই আপনারা যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন যদি বাজেট প্রবলেম না থাকে তো জেনারেটপ্রেস এর পেইড ভার্সন দিয়ে শুরু করতে পারেন আর বাজেট প্রবলেম থাকলে অসুবিধা নেই আপাতত ফ্রি ভার্সন দিয়েই শুরু করুন।

Astra:  পছন্দের লিস্টের ২য় নাম্বারে রয়েছে Astra থিম।

মজার ব্যাপার হচ্ছে এই থিম দিয়ে শুধু আপনার ব্লগ সাইট ই নয় যে কোন ধরণের সাইট মনের মাধুরি মিশিয়ে কাস্টমাইজ করতে পারবেন।

অনেক বড় বড় সাইট এই থিম ব্যবহার করছে। Astra পেইড / ফ্রি উভয় ভার্সন ই রয়েছে আপনি যে কোন ভার্সন দিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন।

JNews: যারা ব্লগের ডিজাইন নিয়ে একটু বেশি সচেতন তাঁরা JNews থিম ট্রাই করে দেখতে পারেন।

পারসোনালি JNews প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাগে।

কিন্তু সমস্যা হচ্ছে JNews এর কোন ফ্রি ভার্সন নেই, এটি শুধু পেইড ভার্সন ই এভেইলেবেল।

আপনার যদি বাজেট প্রবলেম না থাকে এবং আপনি যদি ডিজাইন ফোকাসর্ড হয়ে থাকেন তাহলে JNews আপনার জন্যই।

Newspaper: এটি থিমফরেস্ট এর অন অফ দ্যা বেস্ট সেলিং একটি থিম।

এডভান্স ফিচারর্স এবং আই ক্যাচিং সব ডিজাইনের জন্য আপনি নিউজপেপার থিম দিয়ে ব্লগিং স্টার্ট করতে পারেন কিন্তু এটির কোন ফ্রি ভার্সন নেই।

Hestia: উপরে যে ৪ টা থিম রেকমেন্ড করলাম তার প্রথম ২ টি এবং পরের ২ টি প্রায় সিমিলার ডিজাইন হলেও এখন ৫ নাম্বারে যে থিমটির কথা বলছি অর্থাৎ Hestia এটি একটু ভিন্ন রকম ডিজাইনের থিম।

আপনি যদি চান অন্যদের মতো একই ডিজাইনের ব্লগসাইট না বানিয়ে একটু ভিন্নভাবে বানাতে তাহলে এটি আপনার জন্যই, Hestia ফ্রি / পেইড উভয় ভার্সন ই রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *