ব্লগিং কী এবং কিভাবে ব্লগিং শুরু করবেন?

Md Sayedul islam

Founder at ictbarta.com

আজ আমি আলোচনা করতে বসেছি ব্লগিং নিয়ে। ইন্টারনেটের মত প্রকাশ, বিভিন্ন ধরনের তথ্য শেয়ার ও ডেইলি লাইফের নানান দিক নিয়ে আলোচনা করার অন্যতম একটি জনপ্রিয় স্থান হলো ব্লগিং (Blogging)।

ভালো করে বুজতে একটি ব্লগিং সাইট ঘুরে আসতে পারেন bd tech news।

অনলাইনে আয়ের হাজারও পথ থাকলেও দেখা যায় নতুনরা সে সব পথের সন্ধান পান না।

বর্তমানে ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করা যায় বলে এর চাহিদা ক্রমশই বেড়েই চলেছে।

যেভাবে ব্লগিং শুরু করবেন :

জানা-অজানা বিভিন্ন বিষয়গুলো, অথবা সাম্প্রতিক কোন বিষয়সমূহ নতুন করে সহজ ও বোধগম্য ভাবে জানানো, কিংবা নিজের অভিব্যক্তি ও চিন্তাভাবনা প্রকাশ করার একটি মাধ্যম হলো ব্লগিং।

ইন্টারনেটের সহজলভ্যতা, বিভিন্ন স্পনসরসিপ, অ্যাফিলিয়েশন ও অ্যাডভারটাইসমেন্ট থেকে ইনকাম সোর্স সৃষ্টি হওয়ার ফলে সারা বিশ্বে তথা বাংলাদেশেও ব্লগিং এর চাহিদা ক্রমশই বেড়েই চলেছে।

আপনি যদি ব্লগিং শুরু করতে চান তাহলে প্রাথমিকভাবে অবশ্যই আপনার নিচের জিনিসগুলো প্রয়োজন :

একটি ডিজিটাল ডিভাইস যেমন:- স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার।

একটি ইন্টারনেট কানেকশন।

একটি ইমেইল অ্যাকাউন্ট।

বাংলায় লেখার জন্য বিজয় অথবা অভ্র সফ্টওয়্যার ।

ব্লগিং সাইট গুলোতে লেখার জন্য একটি অ্যাকাউন্ট।

এছাড়াও আপনি যদি নিজেই ব্লগ সাইট খুলে কাজ করতে চান তাহলে শুরু করতে পারেন।

সে ক্ষেত্রে প্রয়োজন হবে ৪ টি জিনিসএকটি ডোমেইন

একটি ডোমেইন ,

হোস্টিং ,

আপনার লেখালেখির প্রতি ভালোবাসা ,

এবং একটু টেকি (techy) হতে হবে।

ওপরের চারটি বিষয় তো গেলো ব্লগিং শুরু করার জন্য যে জিনিস গুলি প্রয়োজন হবে বা লাগবে।

যে চারটি বিষয় বললাম সেগুলি সম্পর্কেও ভালো ভাবে বুঝে যাবেন।

এবার নিচে আমি আপনাকে বেশ কিছু জিনিস বলবো যা একজন নতুন ব্লগারের বা যে ব্লগিং সম্পর্কে বেশি কিছু জানে না এবং ব্লগিং শুরু করতে চায় তার অবশ্যই জানা উচিত।

০১. সবার প্রথমে ঠিক করুন যে আপনি কেন ব্লগিং করবেন?

আপনি যদি আপনার কনটেন্ট ইন্টারনেটে পাবলিশ করতে চান সেই ক্ষেত্রে আপনি ফ্রি ব্লগিং প্লাটফর্ম থেকে শুরু করতে পারেন।

কিন্তু ব্লগিংকে নিজের ক্যারিয়ার হিসাবে শুরু করতে হলে আপনাকে অবশ্যই পেইড মাধ্যমের সাহায্য নিতে হবে যেরকম হোস্টিং ও ডোমেইন ক্রয় করা।

০২. ফ্রি ব্লগিং প্লাটফ্রম হিসাবে সব থেকে শ্রেষ্ট হল ব্লগার এবং পেইড প্লাটফ্রমের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস।

তবে ব্লগার থেকে শুরু করলেও অবশ্যই একটু ব্যয় করে একটি কাস্টম ডোমেই ক্রয় করার চেষ্টা করুন।

আর যদি ব্লগিয়ের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ও আরো ভালো অভিজ্ঞতা চান তাহলে অবশ্যই একটি হোস্টিং ও ডোমেইন ক্রয় করে নিজের ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করুন।

০৩. বাংলাতে ব্লগিং শুরু করলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে ট্রাফিক অনেক কম পাবেন।

০৪. সর্বদা ইউনিক কনটেন্ট লেখার চেষ্টা করবেন এবং কখনোই নিজের ব্লগ সাইটে অন্য কারো কনটেন্ট যে রকম আর্টিকেল, ফটো ও ভিডিও কপি করে পোস্ট করবেন না।

০৫. আপনার ব্লগ সাইটটি কনটেন্ট লেখার জন্য তৈরী হয়ে গেলে অবশ্যই তা Google, Bing এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলির সাথে ইনডেক্স করাবেন।

আর দেরি না করে আজকেই শুরু করে দিন। সফলতা একদিন হবেই ইনশাল্লাহ।

তবে আপনি যদি ব্লগিং শুরু করা থেকে শুরু করে ব্লগিং সম্পর্কিত বিভিন্ন টিপস ও যাবতীয় বিষয় জানতে চান তাহলে অবশ্যই অনুরোধ করবো আমার ব্লগ সাইটটি ভিসিট করার জন্য নিচের লিংকে ক্লিক করে।

bd tech site .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *