ভাঙা ঘর আর দ্বার !
ধনীর জন্যে সুখ শান্তি গরিবের নেই অধিকার
গরিব হলে অশান্তি থাকে দৃষ্টান্ত কত রয় যার!
পাকা বাড়ী গরিবের নেই টেবিল আরো চেয়ার
পালঙ পিড়ি তাদের নেই ভাঙা ঘর আছে দ্বার!
গরিবরা নয় সাহেব বাবু কুলি-মজুর তারা হয়
তাদের সয় দুঃখ কষ্ট জুলুম অত্যাচার যা রয়!
আমিরানা ধনীদের বলেন গরিব যত ভালো না
নামাজ রোজা হক হালাল অনেকেই বোঝে না!
গরিবেরা সবার শত্রু না হলে কি এ জ্বালাতন?
তাদের প্রতি অনেক সময় হয় কতো নির্যাতন!
সৃষ্টি কর্তা আল্লাহ তায়ালা সবার যে অন্তর্যামী
পাক পরোওয়ার ও রাহিম তিনিই জগৎ স্বামী!