ভাবতেও কষ্ট হয় !
মা আমাদের মাঝে নেই ভাবতে বড় কষ্ট লাগে
প্রতিদানের মানসিকতা নিয়ে তাঁর সন্তান বড়ো
করেন না সন্তানদের চিন্তা করেন আগে বাগে।
অপরাধবোধ আর অপারগতার জন্য ক্ষমা চাই
শুধু মার্জনা চাওয়া ছাড়া এ মুহুর্তটিতে কিই বা
করার আছে এসব অক্ষমতার যেন মুক্তি পাই!
দেখিনি সাফল্যে আর তোমার উচ্ছ্বাসময় হাসি
নানা প্রতিকূলতায় আশার বাণী শোনব না তো
আর কখনো এ জন্যে শুধু মাত্র ভাগ্যকে দোষী!
তোমার যত ভালোবাসা আর স্নেহে বেঁচে আছি
আবেগে আকূলতায় তোমার মূখটি ভেসে ওঠে
স্মৃতির মণিকোঠায় তোমার মায়ায় মিশে গেছি!
কারণে-অকারণে দিয়েছি আরো যতো না কষ্ট
আমাদের জন্যে নি:সঙ্গ কত সময় কেটে গেছে
নি:স্বার্থভাবে এত কিছুর পরেও হই নি সন্তোষ্ট!