ভীত সন্ত্রস্ত
কত জন চুপ থাকে তারা যেন বোকা
অসৎ ও বাটপাররা দেয় কতই ধোকা।
ধান্দাবাজ অসাধু বাটপার চিটিংবাজ
সাধু সেজে তারাই দেয় মাথায় তাজ।
জেনে শুনে সরলদের যা দেয় ফাঁকি
বিচারেরও রায় দেয় জুরে সুরে হাঁকি।
জ্ঞানীগুণীরা যত তাঁরা থাকেন নিরব
অসম্মানের ভয়ে তাঁরা করেনা যে রব।
বাটপার প্রতারকের থাকে শোরগোল
অল্প কিছুতে তারা করে যা গন্ডগোল।
সুযোগের সন্ধানে থাকে কত যে ব্যস্ত
নিরীহ সরল ভদ্র যতই রয় ভীত সন্ত্রস্ত।
শিক্ষিত জ্ঞানী গুণীরাও সসম্মানে রয়
অসাধু মাতব্বরদের জ্বালা নিরবে সয়।
সাধুবেশী ধোকাবাজ আশে পাশে যত
বিস্তৃত রয়েছে সকল চতুর্দিকে ও কত।
রাহাজানি সন্ত্রাসীতে ও ভিজ্ঞ যত জন
সহজ সরলদের পটাতে তারা দেয় মন।