ভুলি নাই ভূলবনা !
আমরা কয়েক জন বন্ধু মিলে
বেড়ানোর উদ্দেশ্যে এক সাথে
বাসা থেকে কতো দূরে গেলাম
আনন্দ আর ফুর্তি করার ছলে।
অনেক গল্প গুজব আরম্ভ হয়
সবার মন খুশিতে ভরে আরও
হৈ হুল্লোড়ে কৌতুক তামাশায়
হৃদয় ভরে খুশির জোয়ার বয়।
দীর্ঘ পথ পায়ে হেঁটে চলে যাই
অবশেষে একটি খেলার মাঠে
উপস্থিতির পরে দর্শক হিসেবে
খেলা ভোগ করে আনন্দ পাই।
আমরা সবে খেলা ভোগ করি
সন্ধ্যার পূর্বেই খেলা শেষ হলে
মাঠ হতে মোরা বের হয়ে পরে
সব বাড়ির পথে রওয়ানা ধরি।
ঐ সময়ের যতো স্মরণীয় দিন
যা স্নেহ মমতায় বিজড়িত ছিল
বন্ধু বান্ধব সবে যাহা কখনো ই
ভুলি নাই ও ভূলবনা কোনদিন!