ভুল থেকে শিখে !
বুঝেনা তো মূল্য যেটা নেই যার
কেহ কখনও বুঝে সেই একমাত্র
ব্যক্তি যার কোনো জিনিস পূর্বে
ছিল কিন্তু এখন আর নেই তার।
কোন ভুল হয়ত অনেক কাঁদায়
কিন্তু মনে রাখতে হবে মানুষের
জীবনে এমন কতো ভুল আছে
যা হাজারটা ভুল থেকে বাঁচায়।
যাহা সত্য একবারই বলতে হয়
বারবার বললে সত্য যে মিথ্যার
মতো শোনায় ও মিথ্যা বারবার
বললে ইহা সত্য বলে মনে রয়।
ভুল থেকে মানুষও শিখে কতো
হতে পারে শেষ ভুলে যে সুযোগ
হাত ছাড়া করেছেন হয়তো ইহা
ছিল জীবনের সব সুবিধা যতো।
জীবনে কতো স্বপ্ন দেখতে থাকে
অনেক স্বপ্নের উদ্দেশ্য রয় যতো
তা বাস্তবায়নের জন্যে যারা ঠিক
শ্রম দেয় তারা উন্নতি করে ফাঁকে।
যারা কথার চেয়ে বেশী দেয় শ্রম
সাফল্য এসে ধরা দেয় কারন যে
নদীটি অধিক গভীরই থাকে তার
বয়ে যাওয়ার শব্দটাই ততো কম।