মনে প্রাণে
কতো ব্যস্ত আমরা সব
রাত পোহালে সকলেই
একে অন্যের প্রয়োজন
সারে করেনি বেশী রব।
যার তার তাগিদেই চলে
স্ব স্ব কর্মের ধান্দায় সব
চলাফেরা করে নির্ধারিত
স্থানে পৌঁছে তারা মিলে।
একেক জনের কর্ম ভিন্ন
প্রত্যেকের টার্গেট মতো
নিয়োজিত থেকে সবাই
মুনাফা অর্জনে হয় ধন্য।
সফলতা পরিশ্রমে আনে
আল্লাহ তায়ালার নির্দেশ
মতো চলে উন্নতি অর্জন
করে নেয় সবে মনে প্রাণে।