মন কান্দেরে
মন যে কাঁদছে কতো
গতো বছরে ই ঈদের
সময়ে আমার ছোট্র
নাতনি ছিলো দেশে
তাই আনন্দ ফুর্তিতে
সময় কেটেছে যতো!
বড় নাতনিটি মোর
দেশে আছে টিকই
মাঝে মধ্যে অনুভব
করে সে তার বোন
সুদুর প্রবাসে বিরহ
যন্ত্রণায় শুকায় স্বর!
কি মোহ মায়া আছে
ওরা দুজন দুজনের
তরে কখনো ছোট্টটি
সুদুর প্রবাস থেকে ই
তার বোনকে খোঁজে
সে ত বিরহে ভোগছে!
করে সে ভিডিও কল
আনন্দ ফুর্তিতে ওরা
দীর্ঘক্ষণ কথা বলতে
থাকে ফাঁকে ফোঁকেই
একে অন্যকে খেলনা
দেখায় যা খুশীর ছল!
নাতনি দু’টি আর যারা
দেশ ও বিদেশে আছে
সকলকে সুস্থ সবল ও
কষ্ট মুক্ত রেখে আল্লাহ
পাক শক্তি দেন সুন্দর
যেন চলতে পারে তারা!