মন শান্তি হয়
সকালে ডাইনিং রুমে আছি বসে
স্নেহের নাতনীটি দাঁত ব্রাশ করে
মুখ হাত ধুয়ে এসে একত্রে মিশে।
নাস্তা শেষ করে এক সময় বলে
বেড়াতে চাই তয় আমি সুধালাম
শোন আচ্ছা যাব তুমি খুশি হলে।
অনুনয় বিনয়েতে রওয়ানা দেই
একটি লাইটেস গাড়ী দ্বারা সবে
নাস্তা পানীয় যা সাথে করে নেই।
কত দূরের রাস্তা পাড়ি দিয়ে যাই
আনন্দ উৎসব অনুষ্ঠানও ছিলো
সেথায় আত্নীয় স্বজন কতো পাই।
অসীম ফুর্তি আনন্দে সময় যায়
ঘনিষ্ট স্বজনদের সাক্ষাতের দায়
সকলের অন্তরে যত শান্তি পায়।