মহানবী(সঃ)
যত প্রাণী নিজেদের দুঃখ-কষ্টের কথা,
উল্লেখ করতে পারে না তারা যথাতথা।
ওরা বাকহীন জীব-জন্তু পশু-পাখি,
ঘুরে ফিরে অনেক দূরে ডাকি ডাকি।
রাহমাতুল্লিল আলামিন নবী করিম,
মানুষের জন্য তিনিই অসীম রহিম।
প্রাণীদের সাথে কিরূপ আচরণ হবে,
সে সম্পর্কে অজ্ঞ ছিল জাহেলী যুগে।
পশুর সাথে নির্দয়ে করত যে ব্যবহার,
পর্যাপ্তভাবে ওদেরকে দিত না আহার।
জীবিত উটের কুঁজ এবং দুম্বার গোস্ত,
লোকজনে কেটে খেতেই থাকত ব্যস্ত।
নবীজি নির্দয় এ ব্যবহার দিলেন নিষেধ,
পশুদের প্রতি সদয়ের করলেন আদেশ।