মা জননী
জন্মের পরেই মায়ের বুক,
স্নেহ মমতার কিযে সুখ ।
সোহাগ অনুরাগ করে কতই ,
অসুখ অশান্তি থাকে যতই।
স্নেহময়ী মা জননীর করুণা,
সীমাহীন আনন্দ যার ধরেনা।
আদর আহলাদ ভালো বাসা,
সন্তানের প্রতি কত যে আশা।
শৈশব বাল্য কৈশোর কাল,
পেরিয়ে আসে যৌবন কাল।
বিয়ে সাদী গড়ে মায়া জাল,
অনেকেই সংসারে ধরে হাল।
সন্তানের জীবন ধন্য হলে ,
মা বাবার দুর্গতি যায় চলে।