মা সব কিছুর উর্ধ্বে !

পৃথিবীতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে যা
হাজার হাজার শুভাকাঙ্ক্ষী সবশেষে একজন
মানুষকে খুজে পাবেন যিনি শত আঘাত পেয়ে
শুধু ভবিষ্যত নিয়েই ভাবেন তিনি রয়েছেন মা!

ভালো বাসার এত সম্পর্ক জড়ানো ই ঠিক নয়
বন্ধুর সাথে সম্পর্ক চির দিনের জন্য হয় কোন
কারনে ভেঙ্গে গেলে পরিশেষে আবার কখনো
উপযুক্ত সময়ে যেনো কতো জোড়া লেগে রয়!

কাউকেও সহজে বোকা বানিয়ে দিতে পারবে
সরলতার সুযোগ নিয়ে কারোও ঠকাতে পারো
কিন্তু নিজের কাছে একবার প্রশ্ন করে দেখলে
নৈতিকতার দিক দিয়ে বিবেকের কাছে হারবে!

বাঁকা পথে হাটলেও কেহো যে হারাতে নেই পথ
হারিয়ে ফেলবে যে পথ হয়তবা সে পথ আবার
খুজেও পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে
আসবে তা আর ফিরে পাবে না চলতে যুগপৎ!

সাহায্য করতে আমাকে মানা করে যে বা যারা
আমি তাদের প্রতি চীর কৃতজ্ঞ ও কৃতার্থ কারন
তাদের ‘না’এর জন্য আজ আমি নিজের কাজ
নিজে করতে শিখেছি ফলে ধন্যবাদ পায় তারা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *