মুক্তি

তুমি ছিলে সাথেই মোর
যেদিন ছিল প্রচন্ড জর।
শরীরে অনেক অশান্তি
অন্তরে নেই কোন শান্তি!
আমরা যা চিন্তিত উভয়
নেই কেউ করবে নির্ভয়!
উপায়হীন অবস্থা কতো
জ্ঞান চলে গেছেই যতো!
কিংকর্তব্য বিমূঢ় দু’জন
কাছেতো ছিল না সুজন!
শারীরিক খারাপ অবস্থা
সে করল গাড়ির ব্যবস্থা!
ক্লিনিকে ও চলতে থাকি
রাস্তায় এক বন্ধুকে দেখি!
সে অবস্থা দেখেই হতাশ
শান্তি দিল না হই নিরাশ!
আল্লাহ সহায় চলরে ভাই
ক্লিনিকে তাড়াতাড়ি যাই!
একটু পর পৌঁছে গেলাম
সেথায় ডাক্তার দেখালাম!
পরীক্ষায় কিছুই পায় নাই
তাঁর নির্দেশনায় শান্তি পাই!
ঔষধ পথ্য কিনেই নিলাম
পরে বাসায় ও পৌছিলাম।
নিয়মে ঔষধ ব্যবহার করে
খোদার দয়ায় মুক্ত হই পরে!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *