মুক্তি পাবো সবে
প্রত্যুষে পাখিদের কলরোল শুনি
আমরা আশরাফুল মাখলুকাতই
আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের
প্রদর্শিত পথেই চলার রাস্তা গনি।
পাখিরা একই সময়ে করে গুঞ্জন
ভোর হলেই তারা দলে দলে গাছ
হতে গাছে ডাল থেকে ডালে ফুল
হতে ফুলে উড়ে করে কত কূজন।
খাদ্য সংগ্রহে তারা দিনেই রয় ব্যস্ত
কীটপতঙ্গ ও পোকামাকড় ফুলের
রেনু খায় মনের সুখে যত গান গায়
তাদের জীবন তো অনেক সুবিন্যস্ত!
কতো যে পাখি প্রহরে প্রহরে ডাকে
প্রত্যেক রাতে এক ই সময়ে তাদের
রুটিন মতো কখনো কোন তারতম্য
নেই গাছের উঁচু ডাল থেকেই হাঁকে।
আমরা মানব জাতি সৃষ্টির যে সেরা
খোদা তায়ালা এবং তাঁর নবী ( স. )
এর নির্দেশিত পথে চলে ও ইবাদত
বন্দেগী করে পরিত্রাণ পাবো মোরা !