মেয়েদের জন্য অনলাইন জব | 10 Easy Job For Girls In BD
ঘরের কাজ সামলিয়ে অফিসে গিয়ে চাকরি করার চেয়ে মেয়েদের জন্য অনলাইন জব করার সুবিধা অনেক বেশি।
তাই, সাম্প্রতিক সময়ে মেয়েদের জন্য অনলাইন জব এর চাহিদা ও জনপ্রিয়তা দুটোই বৃদ্ধি পেয়েছে।
যে কোনও চাকরির তুলনায় অনলাইন জবে শ্রম ও অর্থ দুটোই বেঁচে যায়।
তাই, বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ঘরে বসে অনলাইনে চাকরি করতে আগ্রহী।
আবার, অনেক ছাত্রী ও গৃহীনি আছেন যারা পরিবারের স্বচ্ছলতা রক্ষায় পার্ট-টাইম অনলাইন জব করতে চান।
বর্তমানে মেয়েদের জন্য হাজার হাজার অনলাইন জব রয়েছে যা আপনাকে ঘরে বসে কাজের সুযোগ দিয়ে ইনকামের পথ তৈরি করে দিতে পারে।
তাই, অনেক মেয়েই এখন অনলাইনে কিভাবে জব করে আয় করা যায়, মেয়েদের জন্য কোন চাকরি ভালো, Online Job for Girls in BD বিষয়ে সার্চ করে থাকেন।
কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তর দিতেই আজকের আর্টিকেলে আমরা মেয়েদের জন্য অনলাইন জব আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব।
মেয়েদের জন্য অনলাইন জব | Online Job for Girls in BD
- Online Content Writing Job
- Digital Marketing Expert
- SEO Expert
- Voice over Artist Job
- Online Tuition Job
- Translating Job
- Influencing Job
- Facebook page managing Job
- Video Script-writing Job
- Transcription Job
01) Online Content Writing Job
ঘরে বসে মেয়েদের জন্য অনলাইন জব হিসেবে আর্টিকেল লিখে আয় করার কাজটি সবচেয়ে পারফেক্ট।
আর্টিকেল লিখে আপনি শুধু ইনকামই নয়, বরং রিসার্চ এর প্রয়োজনে অনেক কিছু শিখতেও পারবেন।
এমন অনেক সাইট রয়েছে অনলাইনে যারা কনটেন্ট রাইটার হায়ার করছেন তাদের ওয়েবসাইটের জন্য ।
এছাড়া, আপনি ফ্রীলান্সিং সাইটগুলোতে সহজেই কন্টেন্ট রাইটিং জব পেয়ে যাবেন।
আপনি যদি বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে বাংলা ভাষায় লেখা যাবে এমন অনেক ব্লগ সাইট রয়েছে।
চলুন এমন কিছু বাংলা ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই যেখানে কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারবেন:
Pratiborton.com
Roar
Ordinary IT
Grathor.com
JIT
Tw3press.com
Upwork
Belancer
02) Digital Marketing Expert
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকের কাছে পণ্যের প্রচারণার জন্য বিজ্ঞাপন পৌঁছানো।
বর্তমানে বেশিরভাগ অনলাইন বিজনেস তাদের বিক্রি বৃদ্ধি করতে ডিজিটাল মার্কেটার নিয়োগ দিয়ে থাকেন।
ডিজিটাল মার্কেটিং করে আজকাল অনেকেই হাজার হাজার টাকা সহজেই ইনকাম করছেন।
আপনিও ডিজিটাল মার্কেটিং এর উপর একটি কোর্স করে মার্কেটিং জব শুরু করতে পারেন।
মেয়েদের জন্য অনলাইন জব হিসেবে ঘরে বসে বসেই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং জব কোথায় পাবেন:
Upwork.com
Freelancer.com
Fiverr.com
Linkdin
Facebook Job
Google Jobs search (Type: Marketing jobs near me)
03) SEO Expert
SEO হলো ওয়েবসাইটকে গুগলের র্যাংকিংয়ে এগিয়ে রাখার জন্য আর্টিকেল অপটিমাইজ করে এডিট করা।
বর্তমানে অনেক মানুষ ওয়েবসাইট তৈরি করছেন এবং ইন্টারনেটে দিন দিন প্রতিযোগিতা বেড়েই চলছে।
আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক কোম্পানি Proffesional SEO Expert খুঁজছেন।
এসইও এক্সপার্ট হিসেবে যোগদান করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে বেশিরভাগ কোম্পানি পূর্ব অভিজ্ঞতা চেয়ে থাকেন।
অনলাইন এসইও জব জব কোথায় পাবেন:
Upwork.com
microworkers.com
Freelancer.com
Peopleperhour.com
Fiverr.com
Facebook Job
04) Voice over Artist Job
যে সব মেয়ে সুন্দর কন্ঠের অধিকারিনী এবং উচ্চারণ সম্পর্কে ভাল ধারণা আছে, সেসব মেয়েদের মেয়েদের জন্য Voice over Artist অনলাইন জব বেস্ট অপশন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এমন হাজারো কাজ পাবেন।
অনেক ভিডিও ক্রিয়েটর এবং পডকাস্টার তাদের ভিডিও, অডিও’র জন্য ভয়েস আর্টিস্ট খুঁজে থাকেন।
আপনি এ ধরনের কাজ করতে ইচ্ছুক হলে প্রতি ঘন্টার জন্য ৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
অনলাইন Voiceover Artist জব জব কোথায় পাবেন:
Upwork.com
microworkers.com
Freelancer.com
Peopleperhour.com
Fiverr.com
05) Online Tuition Job
মেয়েদের জন্য অনলাইন জব হিসেবে টিউশনি সবসময়ই ভালো অপশন। তবে বাইরে বের না হয়ে ঘরে বসে যদি অনলাইনে পড়িয়ে ইনকাম করা যায় তাহলে নিশ্চয়ই খারাপ হয় না!
প্রায় সকল ছাত্র-ছাত্রী বর্তমানে অনলাইনে টিউশন পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। কেননা, এতে সময় এবং শ্রম দুটোই বেঁচে যায়।
আপনি যদি কোন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে টিউশনি করে আয় করতে পারেন।
বাংলা ভাষায় টিউশনি করার পাশাপাশি যদি আপনি দেশের বাহিরে অনলাইন টিউশন এর কাজ করতে চান তাহলে এমন অনেক সাইট হয়েছে যেখানে আপনি নিজের একটি শিক্ষক পোর্টফলিও তৈরি করে অনলাইন টিউশন এর কাজ করতে পারবেন।
অনলাইন টিউশন জব কোথায় পাবেন:
Tutor.com
SmarThinking.com
VIPKID
06) Translating Job
কোন মেয়ে যদি কয়েকটি ভাষা জানে এবং লিখতে পারে তাহলে তার জন্য এই অনলাইন ট্রান্সলেটিং জব বেশ লাভজনক হবে।
কেননা, বর্তমানে, ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার জন্য Transletor এর প্রয়োজন পড়ে, বিভিন্ন আর্টিকেল ট্রান্সলেট করা দরকার হয় এমনকি সম্পূর্ণ একটি বই ট্রান্সলেট করার কাজও পাওয়া যায়।
অনলাইনে ট্রান্সলেশন জব পেতে আপনার কোনও সার্টিফিকেট এর প্রয়োজন নেই। নিজের জানা যে কোন ভাষার ট্যালেন্ট কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন।
অনলাইন ট্রান্সলেটিং জব জব কোথায় পাবেন:
Facebook Content writing Groups
Upwork.com
microworkers.com
Freelancer.com
Peopleperhour.com
Fiverr.com
07) Influencing Job
এখন ইনফ্লুয়েন্স করে অনেকে মেয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে।
আপনিও চাইলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন সহজেই। এজন্য আপনার পকেট থেকে এক টাকাও খরচ হবে না।
বিভিন্ন ব্র্যান্ড এর সাথে কোলাবরেশন করে আপনি ইনফ্লুয়েন্সার হতে পারবেন।
তবে কোলাবরেশন অফার পেতে আপনার আইডিতে বা চ্যানেলে শুধু মাত্র ভালো পরিমাণ ফলোয়ার্স প্রয়োজন হবে।
ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি বিভিন্ন প্রোডাক্ট ফ্রিতে ইউজ করতে পারবেন আর মানুষকে সে সম্পর্কে রিভিউ দিয়ে আয় করতে পারবেন।
Influence অফার কোথায় পাবেন :
ইনফ্লুয়েন্সিং জব আসলে আপনাকে খুঁজতে হবে না। আপনাকে শুধু ট্রাফিক নিয়ে আসতে হবে।
ফেসবুক পেজ, প্রোফাইল, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা অন্য কোন মিডিয়ায় আপনার যদি ভালো এমাউন্টের ফলোয়ার বা ট্রাফিক থাকে, তাহলে বিভিন্ন কোম্পানী কিংবা প্রতিষ্ঠান আপনাকে খুঁজে নিবে। এজন্য, ট্রাফিক নিয়ে আসতে মনযোগ দিন।
08) Facebook page managing Job
বর্তমানে ফেসবুক ব্যবহার করেননা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অধিকাংশ মানুষ ফেসবুক ইউজার হওয়াতে অনলাইন বিজনেস মার্কেটিং এর জন্য ফেসবুক পেইজ তৈরি করতে হয়।
বড় বড় পেইজগুলো তাদের চ্যাট বক্স এবং পেইজ কন্টেন্ট ম্যানেজ করার জন্য Facebook Page Manager নিযুক্ত করে থাকে।
আমরা আমাদের বেশিরভাগ সময় ফেসবুক ব্যবহার করে থাকি। মেয়েদের জন্য অনলাইন জব হিসেবে ফেসবুক পেইজ ম্যানেজমেন্টের কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারেন।
এখন প্রশ্ন করতে পারেন যে আপনি কাজগুলো কোথায় খুঁজে পাবেন ?
আপনি ফেসবুকে সার্চ করে বা বিভিন্ন বড় বড় পেজের জব এড দেখে সিভি ড্রপ করতে পারবেন।
এছাড়া, বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট ও লিংকডাউনে ফেসবুক পেজ ম্যানেজিং জব খুঁজে পাবেন।
09) Video Script-writing Job
বর্তমানে অনলাইনে আয়ের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে প্রায় মানুষই ইউটিউব বা কোম্পানির বিজ্ঞাপনের জন্য ভিডিও বানিয়ে থাকেন।
আর এসব ভিডিওর জন্য একজন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন পড়ে।
ভিডিওটিতে কোন বিষয়কে তুলে ধরা হবে এবং কেমনভাবে প্রেজেন্টেশন করা হবে তা একসাথে গুছিয়ে লেখাকে স্ক্রিপ্ট রাইটিং বলা হয়।
আপনি যদি গল্প লিখতে পছন্দ করেন বা ক্রিয়েটিভ লেখার ট্যালেন্ট থাকে তাহলে ভিডিও স্ক্রিপ্ট রাইটিং জবটি আপনার জন্য বেস্ট অপশন।
অনলাইন ভিডিও স্ক্রিপ্ট রাইটিং জব জব কোথায় পাবেন:
Facebook Content writing Groups
Upwork.com
microworkers.com
Freelancer.com
Fiverr.com
- Transcription Job
ট্রান্সক্রিপ্ট হলো কোন অডিও ফাইলকে টেক্সটে রুপান্তরিত করার কাজ।
আপনাকে একটি অডিও ফাইল দেওয়া হবে যা শুনে শুনেই ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করতে হবে।
হ্যাঁ, ঠিক পড়েছেন এতটুকুই আপনার কাজ। তবে, এই কাজটিতে ভাল ক্যারিয়ার গড়তে আপনাকে অবশ্যই দ্রুত টাইপিং করতে হবে।
অনলাইন Transcription জব জব কোথায় পাবেন:
GoTranscript UK
Rev
CastingWords
Scribie
SpeakWrite Transcription Services
Tigerfish
Speechpad
Quicktate LLC
Athreon Corporation
মেয়েদের জন্য অনলাইন জব নিয়ে শেষ কথা
মেয়েদের জন্য অনলাইন জব নিয়ে এখানে সহজ এবং জনপ্রিয় ১০ টি জব নিয়ে আলোচনা করেছি।
তবে এগুলো ছাড়াও আরও কিছু অনলাইন জব রয়েছে যা কোন মহিলা ঘরে বসেই করতে পারবেন,
সেগুলো হলো;
Translation job
Data entry
T-shirt/Mockup design
Video Editing
Virtual Assistant
Art sell/Arts and crafts things
Gift box design
Website Development
Website Design
আশা করি, আর্টিকেলটি পড়ার পর আপনার জন্য মানানসই অনলাইন জব খুঁজে পেয়েছেন।
এখানে মহিলাদের জন্য যেসব অনলাইন জব উল্লেখ করেছি, সেসব কাজ করে বর্তমানে হাজার হাজার মানুষ মাসিক লাখ টাকা পর্যন্ত আয় করছেন।
তবে, যারা এসব মেয়েদের জন্য অনলাইন জব নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই একদিনে এই পর্যায়ে পৌঁছাননি।
তাদের সফলতার পেছনে অনেক দিনের পরিশ্রম ও ধৈর্য্য রয়েছে।
আপনিও শ্রম, মেধা ও ধৈর্য্য সহকারে কোন একটি কাজে লেগে থাকলে ঘরে বসে মাস শেষে ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন ইন-শা-আল্লাহ।