মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম
স্নেহের ছোট ছেলেটি নাম যে তার কলিম,
ওর এক মাত্র ঘনিষ্ট বন্ধুই ছিল ডালিম।
তারা উভয় পাড়ার একই বিদ্যালয়ে পড়ে,
অধ্যবসায়ের সাথে প্রতিযোগিতায় লড়ে।
মা বাবার স্নেহের কলিম একমাত্র ছেলে,
ছেলেটি যখন মা বাবার কাছে কিছু বলে।
আবদার পালনের তাড়াতাড়ি চেষ্টা চলে,
যথাশীঘ্র ছেলের সাধ পালন করে ফেলে।
একদা এমন এক নতুন করে করলো পণ,
কিনে দিতে হবে যে তাকে মোবাইল ফোন।
দেওয়া হলো বায়নার মোবাইল ফোন পরে,
গেইম খেলতে মন একান্তই গেল তার ভরে।
স্কুলের ক্লাস পার্টি কয়েক দিন পরে হলো,
মা এক শত টাকার নোট একটি দিলো।
টাকার ওপর মোবাইল নাম্বার পড়ল চোখে,
তখনই কল দিল নাম্বার টিতে মনের সুখে।
ফোন রিসিভ করে তোমার আপু হই বলে,
তার কথা যে চলতে থাকে আনন্দের ছলে।
মেয়েটা ফোনে বলে আমি যে কোন ফাঁকে,
দেখা করতে এসে নিয়ে যাব সাথে তোমাকে।
ঘুরতে গিয়ে আইসক্রিম ও খাওয়াব বলল,
তখন থেকে আগ্রহ আরো বেড়েই চললো।
কালো গাড়ি দেখে স্কুলের গেটেরই পাশে,
পরে পরিচিত ঐ বন্ধুর নম্বরে কল আসে।
গ্লাস নামিয়ে গাড়িতে মেয়ে দেখতে সে পায়,
তখন মেয়েটি তাকে ডাকলে সে কাছে যায়।
গাড়ির দরজা খুলে দিতেই পিছনে উঠে,
হঠাৎ মুখ চেপে ধরার ঘটনাই যায় ঘটে !
পরে অচেনা পথ ধরে চলছেই দ্রুত গাড়ি,
অনেক দূরের পথ তখন দিয়েছে পাড়ি।
বিকেল গড়িয়ে সন্ধ্যা তখন নেমে ও যায়!
মা বাবা ছেলেকে কভু আর ফিরে নাহি পায় !