মৌ মৌ গন্দ
দূরের অতিথিরা সাজগুজ করে,
নিমন্ত্রণে একত্রে এসেছেন পরে।
সকলে মোরা এক সাথে বসলাম,
অনেক স্বাদের কত কিছু খেলাম।
সব কিছু আর লেখা যায়না ছন্দে,
চতুর্দিক বিস্তৃত হল মৌ মৌ গন্দে।
পানাহার করে কতই স্বাদ পেলাম,
পরে আমরা গল্প গুজবে গেলাম।
পাড়া পড়শী সহ কত লোক জন,
বন্ধু বান্ধব আরো অনেক সু জন।
জড়া-জড়ি ও কোলা-কুলি করে,
আনন্দ খুশিতে অনুষ্ঠানটি ভরে।
আতিথিয়-তায় সকল যে মশগুল,
ছিলনা যেথায়ও অন্য শোরগোল।