যতো সদাশয় !
হে খোদা তায়ালা কত দয়াময়
তোমার অসীম করুণার ফলে
পৃথিবীতে অবস্থানকারী সকল
বেঁচে আছে তুমি যত সদাশয়!
অপার মহিমায় রেখেছ খাবার
ধরণীতে আগমনের পূর্ব থেকে
সুবিন্যস্ত সুন্দরভাবে যেন খিদে
অবস্থায় কেহো রয় না আবার!
অনন্ত অসীম গুনের নেই শেষ
সর্বস্তরের জীবের জন্যে কতো
সুবিধা প্রস্তুত ও সংস্থান করেছ
সকলে ভোগছে কতো যে বেশ!
খোদা পাক দয়া করছেন কতো
অসংখ্য অগনিত দয়াবান তাঁরই
কৃপার ফলে অফুরন্ত সুখ শান্তি
ভোগ করেই যাচ্ছি শতো শতো!