রক্তে রাঙা
পানি মিশ্রণ করে দুধে অসাধু মানুষে
মদে হাতে জল ও মিশায়ে খায় হুশে!
দুধে জল মিশালে কম হয় নাতো দাম
ভেজাল ধুকাবাজরা সারতেছে কাম!
বিচিত্র মানব জাতি ছড়িয়ে আছে ধরা
বাটপার ও ধান্দা বাজে জগৎটা ভরা!
কি আজব পৃথিবী যেন বলতে ইচ্ছে করে
গীতা কোরআন রয়েছে একত্রে থাক ভরে।
কখনো নিজেদের মধ্যে করেনা লড়াই
হতে পারে সামান্য বিতর্ক চড়াই উৎরাই।
কত মানুষ ধরণীতে রক্তপাতে কেঁদেছে
বিধর্মীরা সকলেই যারা বিরূপ বেধেছে।