রজনী শেষে
রজনী শেষ হলে মানুষ ছুটে যায়
আবশ্যকের তাগিদে কে কোথায়
চলা ফেরা করে এ খবর না পায়।
প্রয়োজন কখনো আইন মানে না
সার্থ সিদ্ধির লক্ষ্যে দিন আর রাত
মানুষের চলার গতিবেগ থামে না।
কেহ আরো কর্তব্য কর্মে থাকে নিষ্ঠ
জীবনে উন্নতি লাভ করার তাগিদে
তার উপর ন্যস্ত দায়িত্বে রয় সচেষ্ট।
নিয়মানুবর্তিতা কর্তব্য পরায়ণ যত
ঐশ্বর্য বিত্ত বৈভব চিরস্থায়ী লাভের
উদ্দেশ্যে কাজ কর্মে লিপ্ত হয় শত।
খোদা তায়ালা সীমাহীন মেহেরবান
তাঁর ইবাদত বন্দেগী করলেই তিনি
বর্ধিত করেন ইজ্জত মান ও সম্মান!