রদ্দি ধুলো
যথায় তথায় যায় রাখা
এতে কোন ইচ্ছে আরো
খাহেশ থাকে নি কোনো
এমনকি কখনো হেলায়
পায়ের নীচে পড়ে থাকা।
শতো অবহেলিত ধুলো
রদ্দি গুঁড়ো খাঁ খাঁ রোদে
তোমার মাঝে যতো রয়
কতোই কি চাকচিক্যময়
স্বর্ণের ন্যায় চোখ খোল।
ঝড়ো আবহাওয়া যখন
তাৎক্ষণিক ভাবে ঘটেও
যায় তোমার উন্মাদনায়
নিস্তব্ধ পরিবেশ মুহূর্তের
মধ্যেই অশান্ত হয় তখন।
তোমার রূপ বদল কতো
কখনো দু’ পায়ে অনেকে
নির্ভিঘ্নে মাড়িয়ে আরোও
হটাৎ করে যে কোন স্থানে
যাতায়াত হয়ে যায় যতো।