রসাতল
কোনো কাজে সফলকাম সহজ নয়
ব্যর্থতা পরাজিত করে সঠিক আরো
সুন্দর ভাবে চালিয়ে যাওয়াটা কতো
অধিক গুরুত্বপূর্ণের বিষয় যেন হয়।
রাতারাতি সাফল্য বলতে কিছু নেই
মনোযোগ দিলে দেখবে সব পাওনা
তার সগতিতে পর্যায়ক্রমে অনুকূলে
উপস্থিত হয়ে উন্নতি রয় অনায়াসেই।
কর্তব্য পরায়ণ হলে উন্নতি যত হবে
হাত গুটিয়ে বসে থাকলে কখনো ও
কাহারো ফায়দা হবে না তবে চেষ্টার
উদাহরণ সবার সম্মুখে প্রকাশ রবে।
উন্নয়ন উন্নতির করিও না লক্ষ্য স্থল
কাজের মধ্যে সত: স্ফুর্তভাবে নিষ্টার
সহিত করতে থাকতে হয় নচেৎ হেলা
ফেলায় চললে জীবন যাবে রসাতল।
ব্যর্থতা থেকে ব্যর্থতাতেই হোঁচট খায়
সকলে একসঙ্গে মিলে সহযোগিতা ও
সতো চেষ্টায় জীবন যাপনের মাধ্যমে
অগ্রসর হলে ফলশ্রুতিতে শান্তি পায়।