রসে ভরপুর রাত
কালো ঝলমলেই রাতের রাণী
অনন্য রাত যতো রসে ভরপুর
মদিরামত্ত রাত সুগন্ধে পরিপূর্ণ
আলোকোজ্জ্বল ছায়ায় মধ্যম
মৃদু শীতল রাত তারাদের বাণী।
অলস ফোঁপানী সারেঙ্গীর দীর্ঘ
বৈশাখী হাওয়া স্নেহেরই গোপন
কথায় ভারী কাহিনীময় রাতেরা
কোথায় হারিয়ে গেল যেন তারা
হারিয়ে গেছে সেথা রয়েছে স্বর্গ।
অতি সুন্দর মুহূর্ত হয় যা ওই সব
রক্তের মাঝে যেন গেছে দ্রবীভূত
হয়ে সেই কম্পিত অর্ধ উচ্চারিত
অসমাপ্ত বাক্য শোনা যায় স্পষ্ট
চোখের ভ্রু আর পাতার নেই রব।
বাঁকা ও তেরছা কপালের ভাজের
মুহূর্তে মুহূর্তে বদলাতে থাকা কোণ
বলেছে কত কত কথা নিত্য নতুন
দেখা যায় সেই অনন্য অশেষ খুশী
এখনও কতো কি রয়েছে সাজের।
রয়েছে জীবিত দুঃখ বেদনার ঢেউ
হয়ে ছড়িয়ে পড়েছে হৃদয়ের কোণে
কোণে শুনেছি গরল কখনো অমৃত
হয়ে যায় কিন্তু এখন অমৃত হয়েছে
গরল এইভাবে কি বেঁচে থাকে কেউ?