রাতারগুল জলাবন
বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন
সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দর্শনিয়
নান্দনিক জলাবন রাতারগুল কত আকৃষ্ট
করে প্রত্যন্ত অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা
আরো সর্বস্তরের লোকের কেড়ে নেয় মন।
একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো
রাতারগুলকে একসময় বাংলাদেশে তবে
পরবর্তীতে জুগির কান্দি মায়া বন বুজির
বন ও লক্ষ্মী বাওড় জলাবন নামে আরও
জলাবনের বাংলাদেশে খুঁজ মিলে কতো।
সবার মধ্যেও অন্যতম জলাবন রাতারগুল
পৃথিবীতে মিঠা পানির কেবল বাইশটি মাত্র
জলাবন আছে এই জলাবনের আয়তনের
দিক হতে বেশ প্রসস্থ রাতারগুল সোয়াম্প
ফরেস্ট পর্যটকদের দিনে থাকে শোরগোল।
বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে
বাংলাদেশ সরকার তিয়াত্তর সালে পাঁচশত
চার একর এলাকাকে আর বিগত দিনে বন
অধিদপ্তর দু’শ চার হেক্টর বনভুমিকে বিশেষ
জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা হিসেবে ধরে।