লীলা খেলা !
আজব লীলা খেলার যুগ
কত রঙ বেরংগের লোক
নয়নাভিরাম করেই ভোগ।
রাত শেষে কত কিছু চলে
কখন কোন অনিয়ম হলে
যার জন্য গণ্ডগোল ফলে।
কেউ চলে হেলায় ফেলায়
সারা দিন যায় খেলা ধুলায়
অন্যদেরকে কতো জ্বালায়।
আরোও অনেকে কষ্ট করে
মাথার ঘাম তার পায়ে ঝরে
কষ্টতে সংসারের হাল ধরে!
সত্যনিষ্ঠ ন্যায় পথে থাকো
নিরিবিলি আল্লাহকে ডাকো
ঈমান আকিদা ঠিক রাখো!