লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
আপনারা যদি ঘরে বসে টাকা আয় করার কথা ভাবেন, তাহালে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে এই বিষয়ে আজকে লিখবো। ঘরে বসে আয় করার সেই মাধ্যমটি হলো লেখালেখি করে আয় করা।
বর্তমান সময়ে ইন্টারনেট থেকে টাকা আয় করার অনেক গুলো উপায় রয়েছে এবং অনেকে অনলাইনে বিভিন্ন মাধ্যমে আয় করছেন। আর এই মাধ্যম গুলোর মধ্যে লেখালেখি করে আয় করাটা কিন্ত খুব জনপ্রিয়তা অর্জন করেছে।
আমি নিচে যে কাজ গুলোর বিষয়ে বলবো, সে গুলো সম্পূর্ন অনলাইন কাজ। যদি একটি কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন থাকে তাহালে অবশ্যই আপনি লেখালেখি করে আয় করার রাস্তা আপনার জন্য খোলা রয়েছে।
কনটেন্ট রাইটিং এর বিষয়ে ভালো করে জানতে হবে অনলাইনে লেখালেখি করে ইনকাম করার জন্য । কনটেন্ট রাইটিং কি আমার এই ব্লগে সেই বিষয়ে সম্পুর্ন গাইডলাইন দেওয়া আছে পড়লে বুঝতে পারবেন।
তাছাড়া, কনটেন্ট রাইটিং এর বিষয়ে ভালো করে বুঝতে পারবেন You Tube বা Google এ সার্চ করে । অনেক মানুষ কনটেন্ট রাইটিং করে বর্তমানে ঘরে বসে মাসে হাজার হাজর টাকা আয় করছে।
ঘরে বসে যদি ইনকাম করার কথা চিন্তা করে থাকেন তাহালে আপনারা এই সুযোগ নিতে পারেন। কিভাবে হাতে লিখে টাকা আয় করতে পারবেন তা আমি নিচে লিখে দিবো।
ঘরে বসে ইনকাম করার এমন একটি উপায় আজকে আমি আপনাদের বলে দিবো যদি ভাবেন যার মাধ্যমে আপনারা এখনই টাকা আয় করা শুরু করে দিবেন তাহলে কিন্ত ভুল ভাবছেন।
কারণ, সময়ের প্রয়োজন হয়, যে কোনো কাজ করে টাকা আয় করার জন্য । আপনি যদি কাজ গুলো সঠিক সময় দিয়ে করতে পারেন তাহালে অবশ্যই ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন ।
কারণ,এমন অনেক উপার আছে ঘরে বসে ইন্টারনেট থেকে কাজ করে টাকা আয় করার । বর্তমানে বিশ্বের হাজার হাজার মানুষ যে উপায় গুলো ব্যবহার করে online income করছে। এদের মধ্যে বেশ ভালো পরিমানে টাকা আয় করছে প্রায় বেশি সংখ্যক মানুষ ।
০১) লেখালেখি করে আয় করার সেরা উপায় হলো ব্লগিংঃ
ব্লগিং করে চাকরির চেয়ে বেশি টাকা ঘরে বসে আয় করা সম্ভব । আর ব্লগিং করার জন্য ইন্টারনেট কানেকশন ও আপনার একটি কম্পিউটার হলে হবে ।
আপনি ঘরে বসে এই সম্পূর্ণ কাজ করতে পারবেন। ব্লগ হলো একটি ডায়রির মতো। বিভিন্ন বিষয়ে আমরা যাতে লিখতে পারি। আমরা সাধারণত ব্লগে টিউটোরিয়াল, টেকনোলজি, নিউজ ইত্যাদি বিষয়ে লিখে থাকি।
আমি নিয়মিত ভাবে এই ব্লগে টেকনোলোজি বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করব ইনশাআল্লাহ । তবে, যে বিষয়ে আপনি
আর্টিকেল লিখবেন সে বিষয়ে যেন আপনার অভিজ্ঞতা, রুচি, জ্ঞান থাকে।
যে ব্লগে আর্টিকেল লিখে আপনি ইন্টারনেটে পাবলিশ করবেন তা মানুষের কাছে কিছু দিন পরে পৌঁছে যাবে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এজন্য সুন্দর ও আকর্ষ- ণীয় ভাবে আপনাকে আর্টিকেলটি লিখতে হবে । যাতে মানুষের চাহিদা বৃদ্ধি বা রুচি বৃদ্ধি পায় আপনার লেখার প্রতি ।
কিভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন?
যদি ব্লগ লিখে আপনারা টাকা আয় করার কথা ভাবেন তাহালে তা থেকে টাকা আয় করার সঠিক প্রক্রিয়া আপনাদের অবশ্যই জানতে হবে। একটি নতুন ব্লগ যখন আপনি তৈরি করবেন তখন সপ্তাহে ০৩ / ০৪ টা করে আর্টিকেল পাবলিশ করতে হবে।
আপনার ব্লগে ধীরে ধীরে যখন দিনে ৫০০ থেকে ৬০০ ভিজিটর্স আসতে থাকবে তখন আপনি “গুগল এডসেন্স” এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
আপনি অনেক সহজে ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে । এই মাধ্যম ব্যবহার করে ৮৫% ব্লগাররা টাকা ইনকাম করছে । আপনি আরো বিভিন্ন মাধ্যমে এডসেন্স এর বিজ্ঞাপন ছাড়া ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
যেমন-
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম,
কোর্স বিক্রয় করে ইনকাম,
ই-বুক বিক্রয় করে ইনকাম,
পেইড রিভুউ লিখে ইনকাম,
অন্যান্য বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম।