লেলিহান শিখা !
ফজরের নামাজ সম্পন্ন হলে
কয়েকজন রাস্তাতে পায়চারি
করতে তখন তারা সব একত্র
হয়েই যাত্রা আরম্ভ করে চলে।
অদূরে দেখল জ্বলছে আগুন
বাড়ি ঘরের কতো লোক জন
আগুন নিভানোর জন্য আসে
তখন বেড়ে যায় প্রায় দ্বিগুণ।
সময় আরো যত এগিয়ে যায়
বাতাসের গতির তালে তালে
অগ্নির লেলিহান বেড়ে গেলে
উপস্থিত সবাই কত কষ্ট পায়।
পরে সম্মিলিত প্রচেষ্টার ফলে
অত্যধিক পানি ছাড়ার জন্যে
আগুনের আধিক্য কমে থাকে
এতে সবার মনেই শান্তি মিলে।
সকলে শুকরিয়া আদায় করে
আল্লার সাহায্যে কঠিন বিপদ
থেকে রক্ষা পেয়ে সবাই মিলে
সৃষ্টি কর্তার নাম নেয় সুর ধরে!