লোকারণ্য

বহুদিন পরে আমরা মিলিত হই
অনেক লোকের লোকারণ্য রই
কত গল্প স্বল্প ও কথাবার্তা কই।

বিভিন্ন আত্নীয় স্বজনও ছিলাম
একে অন্যে আনন্দ উল্লাস যত
একত্রে সবে ভোগ করে নিলাম।

ছোট ও মধ্য বয়সের ছিল যারা
হরেক রকমের খেলা ধুলাতে ই
ফুর্তি আমোদেও মগ্ন রয় তারা।

তাদের মধ্যে কেউ তো বসে যায়
কতো মনোযোগ দিয়ে সকলে ই
খেলা ধুলা দেখে যত শান্তি পায়।

বাকী যতো সেথা উপস্থিত লোক
আল্লাহর দয়ায় নিরবেও খেলায়
মুগ্ধ ছিল রয়নি কোন কষ্ট ভোগ !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *