শরম লাজ!
চোর বাটপারের দল
তাদের শরীরে আছে
অনেক শক্তি ও বল।
তারা সুযোগেই থাকে
সকল কিছু আরোও
লুট করে নেয় ফাঁকে।
দিন রজনী ব্যস্তও রয়
যেথা সেথা কত জনে
তাদের জ্বালাতন সয়!
আরো সারা দিন ধরে
কতো মানুষ শত কষ্ট
করে ফিরে যায় ঘরে!
অবশেষে খাবার খায়
অবশ দেহ নিয়ে পরে
নিমিষেও ঘুমিয়ে যায়।
ঘুমে মগ্ন থাকে যখন
সব কিছু নিয়ে চুরেরা
পালাতে থাকে তখন!
লুটপাট ওদের কাজ
ধরা পড়ে গেলে পরে
পায় কত শরম লাজ!