শরৎকালের বৈচিত্র

শরৎ উৎসবেরও আগমনী বার্তা নিয়ে আসে
এ দেশের মানুষ তখন উৎসবের আয়োজনে
ওঠে মেতে উদযাপন করে ভাদ্র আশ্বিন মাসে।

বিভিন্ন প্রকার আহার উৎসবই এ ঋতুতে হয়
সনাতন সম্প্রদায়ের শারদীয় উৎসব পালনও
নবান্ন ধানের পিঠা পায়েসেরও রেওয়াজ রয়।

আনন্দ এনে কৃষকের মাঝেও দেয় শরৎকাল
চলে গেলে বর্ষা মাঠ থেকে ত পানি সরে যায়
জমিচাষ করতে কৃষক আরো মাঠে ধরে হাল।

হেমন্তী ধানের বীজ বোনে চারা রোপণ করেন
বুকে বাঁধে যত সম্ভাবনার স্বপ্ন সবুজ ফসলের
খুশিতে মনভরে কৃষকের সুখের গানও ধরেন।

বর্ষার স্রোতস্বিনী শরতেও আরো পূর্ণ থাকে
শরতে নির্মল পানি রাশি সাগরের সঙ্গে মধুর
মিলনের উদ্দেশ্যে কত দ্রুত বেগে বয় ফাঁকে।

নদীর বুকে মাঝি ভাটিয়ালি গান গায় সুর ধরি
পাল তোলা নৌকা ছাড়ে মনের কতো আনন্দে
দুকূলে সবুজ বনরাজি যেন সবুজের স্বর্গপুরি।

শরতের নদী কিষাণিরই শাড়ির আঁচল ভিজে
কখনো অবারিত সবুজ মাঠের বুক চিরে বয়ে
যায় দূরে-বহু দূরে শব্দ জুরে বয় মাঝে মাঝে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *