শান্তি মিলে!
স্নেহের বন্ধু কত আপনজন
মন মন্দিরে স্থান দিয়ে যারে
কেবল সর্বস্বান্ত নি:স্ব হয়েও
শত সাধনায় পেলাম না মন!
মুগ্ধকর তোমার মুখের হাসি
তোমার নয়ন যত ভঙ্গি বাঁকা
তুলনা হয়না তো কোন কিছু
যেনো আকাশেরই রবি শশী।
জল ব্যতীত বাঁচেনা যে মীন
মেঘের পানিতে চাতক বাঁচে
কেমন করেও আশেক বাঁচে
যদি তার মাশুক বাসে ভিন।
যার মনে বিচ্ছেদের আগুন
জলেতে কখনো নিভার নয়
কষ্ট পেরেশানি যতো আছে
বেশী চিন্তায় তা হয় দ্বিগুণ।
সকল অশোভন দূরে ফেলে
সঠিক সুন্দর মন নিয়ে চলে
আল্লাহ নবীজীর রাস্তা নিলে
ইহ ও পরকালে শান্তি মিলে!