শিশির ঝরা
আজ জেগে দেখি ঘুম থেকে শিশির ঝরা ঘাষে
স্বপন আমার সারা রাতের মিঠেল রোদে হাসে।
করতে খেলা আমার সহিত প্রভাত হাওয়া ভাই
পাপড়ী নাড়ি সরষে ফুলের ডাকছে মোরে তাই।
জেগেই দেখি ঘুম হতে আজ দাদু বসে আছেন
থলে হাতে পিতাজী তো বাজার করতে গেছেন।
কত সাধু বেশে সংখ্যা কারবারি এতে ভয়ের কি
ইহা নয় যে ক্যান্সার নয় সর্দি নয় কোন এলার্জি।
আদ্যোপান্ত পোস্ট পড়ে তোমার ভয় যে পেয়েছি
সকল আশা ছড়া লিখবার আজ ছেড়ে দিয়েছি।
যতো সংখ্যা হিসাব নিকাশ দেখে বেহিসাবী ডরে
হিসাব নিয়ে জীবন খাতার ভয়েতে সে তো মরে।
সে যেনো চাইতে ক্যান্সারেরো সহজ হিসাব নয়
সবাই চালাও হিসাব করে জীবন গুণীজনে কয়।
আমি কিন্তু যত সংখ্যা আরো হিসাব দেখে ভাবি
এত হিসাব নিকাশ করেই কি যায়রে হওয়া কবি?