শিশু কিশোর
শুন হে শিশু ও কিশোর সবে
তোমাদের ঘুম শেষ হয় যবে।
দোয়া দুরুদ পড়ে জেগে যাও
তবে বিছানা ত্যাগ করে নাও।
ব্রাশ আরো পেষ্ট হাতে ধরো
কুলি শেষে মুখ ধৌত করো।
নাস্তার টেবিলে রওয়ানা হও
সবে মিলে খোদার নাম লও।
আল্লাহর নামে বরকত পাবে
উদর পুর্তি হবে সঠিক তবে।
এসব শেষ করে পড়তে এস
সকলের সীটে ঠিক মত বস।
পড়াশোনায় মনোযোগ দাও
খাতা আর কলম হাতে নাও।
সবে পড়া লেখায় দিলে মন
অর্জন হবে ইজ্জত এবং ধন।
বড়ো হয়ে ভালো মানুষ হবে
খোদার রহমত লুটিয়ে নিবে।