শীতার্ত সকাল
মুখ দেখে বুঝতে পারিনি কষ্টে ভরা মন
সর্বদা কতো ফুর্তি আমোদ আনন্দ আর
উল্লাসে হেসে খেলেই কেটে দেয় জীবন।
চলার পথেও শীতের সকালে হল দেখা
তার চাহনি আরো হতাশার করুন ছাপ
দেখে জিজ্ঞাস্যে কয় ভাগ্যের যত লেখা!
সে এক হতভাগাও অনাথ এতিম ছেলে
অনেক ছোট কালে মা হারায়ে একমাত্র
পিতার মায়া মহব্বতে তার জীবন চলে!
আরোও কিছু দিন পরে পিতা যায় মরে
ওর পরিবারে খুব ছোট আরো এক ভাই
ফলে সে শুধু একাই সংসারের হাল ধরে!
আল্লাহ পাকের যত কুদরতি লিলা খেলা
তিনি অসীম দয়াময় কতো যে মেহেরবান
তাঁর দয়ায় দূর হয়ে যায় দু:খ কষ্ট জ্বালা!