শীতের ডাক
ষড় ঋতুরই স্বদেশ
মোদের বাংলাদেশ।
গরমের শেষ হাঁক
ঠান্ডার প্রথম ডাক।
হেমন্তের শেষ যাত্রা
শীতের কঠিন মাত্রা।
ঠান্ডার সময় আসে
পৌষ ও মাঘ মাসে।
আরম্ভে কতই শীত
শিশুরা ও গায় গীত।
সময় যত বয়ে যায়
গরম কাপড় লাগায়।
শিশু কিশোর যুবক
যতই তাদের দোসর।
প্রকোপতা বাড়ে যত
লেপ বস্ত্র লাগে তত।
বয়ষ্কদের কতই কষ্ট
পরে হয় জীবন নষ্ট।
হাত পা ঠান্ডায় ধরে
তীব্র শীতে কত মরে।