শুধু তুমি এলে না !
হে অন্তরঙ্গ বন্ধু আগামী দিন এসো
প্রাক্তন পরিচিতদের সঙ্গেও মিশো!
অনেক কথা ছিল তবু বলা হলো না
কতো বন্ধু বান্ধব এল তুমি এলে না!
তোকে খুঁজেছি যতই না পেয়ে দেখা
এতো লোক কেনো তবু আজ একা!
রাস্তার ঠিকানা নাকি খুঁজে পেলে না
সকল এসেছে কেবল তুমি এলে না!
যে ই আসে তাকে তো রাখা যাবে না
মরীচিকা দূরে তাকে কাছে পাবে না!
কোনো অপরাধ হলে বলে গেলে না
সবাইতো এসেছে শুধু তুমি এলে না!