শুন্য হৃদয় খানি !
তুমি শুভ দিনে আসবে রাঙা হয়ে
শুন্য হৃদয় পূর্ণ তোমার বুকে লয়ে।
যদি বা রাতের আকাশ জেগে রয়
ফুলের যতো সৌরভ বাতাসে বয়।
তুমি কাছে আসবে শুধু এ আশায়
আমি তো একা এসেছি এ ভরসায়।
অল্পে রেগে যাও কেনো বলো তুমি
তোমাকেই স্নেহ কম করিনি আমি।
তোমার জন্য বসে আছি পথ চেয়ে
যত আনন্দিত হব তোমাকে পেয়ে।
আমরা চলে যাব কত দূর দুরান্তে
উভয় থাকব সেথায় সারা দিনান্তে।
স্নেহ হারা ব্যাকুলতা পারিনা সহিতে
আন্তরিক বন্ধু বসো মোর পাশেতে।
মোদের প্রতিপালক মেহেরবান কত
শান্তি প্রদান করেন পেরেশানী যত!