শ্রমিক – মজুর
শ্রমিক – মজুর অগনিত লোক
রয়েছে তাদের কষ্ট আরো দুঃখ।
যেদিকে তাকায় শুধু দেখে নায়
ধান্দায় থাকে কোথায় কি পায়।
অভাব অনটনে করে হায় হায়
দুর্গতি দূর্দশায় পড়ে দিন যায়।
প্রতীক্ষারত থাকে কাজে যাব
পরিশ্রমের টাকাও যেথায় পাব।
বাজার সদায় যত কিনে নিব
পরিবার পরিজন নিয়েই খাব।
ধনী বিত্তবানগণ সাহায্য দিবে
দুর্ভোগ ভোগান্তি দূর যত হবে।
সামান্য হলেও সুখ শান্তি সবে
ক্ষনিকের তরেও ভোগেই রবে।
অভাবের মাত্রা দূরে যায় তবে
আরাম আয়েশে থাকবে ভবে।