শ্রাবণী
সেদিন আমার দুই নাতনীকে নিয়ে,
গিয়েছিলাম লাইটেস গাড়ী দিয়ে ;
মধ্য রাস্তায় মিষ্টির দোকান পাড়ি দিতে
ড্রাইভারকে ফুলকলির সামনে বলি যেতে।
দোকানে ঢুকতেই দেখি একটি ছেলে,
খাচ্ছে অনেক মিস্টি রসালো,
সোহাগের ছলে দুটি চেয়ার ঠেলে ;
নাতনী দুটিকে আমার পাশে বসালো।
বললাম, দুজনকে মিষ্টির রসে টইটুম্বুরে ভরা,
যা, ইচ্ছে মনের মতো খেতে থাক তোরা।
ছোট্ট নাতনী দুটি, হাসতে হাসতে খেল চমচম ;
হঠাৎ করে অঝোর ধারায় শুনলাম বৃষ্টির ঝমঝম
আচমকা একটি ছেলে, দোকানে ঢুকে বলে ;
তাকে, খেতে দিতে হবে টাইগার!
তা শুনে, নাতনীরা আমায় সমস্বরে বলে ;
‘দাদাভাই কি বলে উনি! খাবে নাকি বাঘ ?
চলুন জলদি করি নয়তো টাইগার ই খাবে,
মনের উল্লাসে সাবাড় করে, তার পেটপুরে যাবে।
হায়রে কলির কাল! মানবতার নিদর্শন,
কিসের নামে সেম্পুল টানে করছে প্রদর্শন?
হিংস্র ভয়ঙ্কর বন্যপশুর করে ব্যবহার নাম,
টাকা রোজগারে ব্যবসা করে সারতেছে তাদের কাম।