সংক্রামক
সংক্রামক রোগ চতুর্দিকে ছড়ায়
একজন থেকে অন্য জনে গড়ায়।
মানুষ থেকে মানুষেই নয় পশুপাখি
থেকে মানুষে ছড়িয়ে ছিটিয়ে রয়।
পশু-পাখি থেকে পশু-পাখির মধ্যে
মানুষ থেকে পশু পাখির সান্নিধ্যে ।
বর্তমানে সংক্রামক রোগ এর বিস্তার
অনেকাংশে কমে হয়েছে যত নিস্তার।
অসংক্রামক মহামারী জীবন ঘাতী
মানুষের জন্য হয়েছে একান্ত সাথী।
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যালেরিয়ার
জীবাণু সংক্রামক রোগ বিভিন্ন এরিয়ার।