সততায় মুক্তি
কতো ব্যস্ততায় সময় কাটে
সকাল গড়িয়ে দুপুর আরো
দুপুর পেরিয়ে বিকেল তার
পরেই রাত এভাবে ই সময়
অতিক্রমে রয় স্কুল কলেজ
পথ ঘাট আর বাজার হাটে।
জীবনের উন্নতিতে যে রয়
সময়ের গুরত্বসহ কঠোর
পরিশ্রম করে সময়মতো ই
তার অবস্থান হতে মুনাফা
অর্জন করে তয় জীবনের
উন্নয়নে দেহে কত যে সয়।
কঠোর সাধনা আর প্রচেষ্টা
যেথায় নিয়োজিত রয়েছে
দু:খ দুর্দশা অভাব অনটন
অনেক দূরে চলে যায় যার
থেকে পরিশ্রমের ফলে সে
শান্তি ঘুরিয়ে আনে চেষ্টায়।
পরিশ্রম ই উন্নয়নের প্রসুতি
ফলে অলসতা থেকেও দূরে
রাখে আর কর্ম তৎপর হয়ে
দিনাতিপাত করতে কখনো
পিছায়না শীঘ্র নাহি হলেও
অবশেষে লাভ করে প্রগতি !
এ জগতে যতো সফল ব্যক্তি
সময়ের মূল্যায়ন করে নিয়ম
তান্ত্রিকভাবে মহৎ ও নিষ্ঠার
সাথে সময় ক্ষেপণ আর সৎ
কর্মের ফলে আল্লাহ পাকের
করুণায় সে পেয়ে যায় মুক্তি !