সন্তুষ্টি লাভ
ওলিরা সর্বাবস্থায় ই একমাত্র
আল্লাহর উপর রাখেন ভরসা
এ জন্যে কোনো পরিস্থিতিতে
কখনোও তাঁরা হননি নিরাশা।
আল্লাহর সন্তুষ্টি লাভে প্রাধান্য
দেওয়ার মানসিকতাও রাখেন
দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই
যারা আপস না করে থাকেন।
পবিত্র কোরআন গ্রন্থে তাঁদের
ব্যাপারেই মহান আল্লাহ বলেন
নিশ্চয় লোকগণতো তোমাদের
বিরুদ্ধে সমবেতো হয়ে মিলেন।
এ জন্য তাদের যেনো ভয় করো
শুনে ঈমান আরো বাড়িয়ে দিল
তাঁরা বলেছিলো আমাদের তরে
খোদা শ্রেষ্ঠ এবং দৃঢ় মেনে নিল!
তিনি কতো উত্তম কর্ম বিধায়ক
অতঃপর তাঁরাও এসেছে ফিরে
আল্লাহোর পক্ষ থেকে নিয়ামত
ও দয়া আছে জীবনে যত ঘিরে !
কোন মন্দ তাঁদের স্পর্শ করে নি
আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেন
কতো দয়াশীল খোদা অকল্যাণ
থেকে ওলিরা সঠিক পথ ধরেন!