সফলকাম
কেহ প্রশিদ্ধ না হয়ে জীবন কাটালেও
সুন্দরভাবে জীবন কাটানোটাই সম্ভব
কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে
বিখ্যাত হওয়াটা অনেকাংশে অসম্ভব।
সময়ে অসময়ে দু:খ কষ্ট ভোগের পরে
যতো কিছুই চান জীবনে পেতে পারেন
অন্যের চাওয়া নিশ্চিত করতে সাহায্য
করার লক্ষ্যে পরিশ্রমের মাধ্যমে সারেন।
আপনার কঠিন মুহূর্তে উপনিত হলেও
নিজের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে
শিখতে হবে সম্পুর্ণভাবে নতুবা অন্যরা
সামান্য সময়ও তাদের পারবে না দিতে।
সীমাহীন উৎসাহ বিবেক প্রজ্ঞা বুদ্ধি ও
ধৈর্য্য যার অন্তরে বেশী পরিমাণ থাকে
পরিশ্রম সাধনায় সফলতা লাভ করার
সম্ভাবনা শতো বেশি তার থাকে ফাঁকে।