সফলতা অর্জন
সাফল্য আসে না পরিশ্রমে কেবল
এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ
ও সৃজনশীলতা থাকতে হয় প্রবল।
জীবনে কখনোই এক কাজ করে
হাত ঘুটিয়ে বসে নাহি থেকে পরে
এক ঘেয়েমির বৃত্তে না রেখে ধরে।
সুবিধা একটা হচ্ছে ঝুঁকি নেওয়ার
সামনে কি আসবে কেউই জানেনা
এতেও সৃষ্টি হয় দ্বার খুলে দেওয়ার।
সফলতা ব্যর্থতার হিসেবে তো নয়
অনেকে জীবন শুরুর লগ্ন থেকেই
তাদের উন্নতির হিসাব কষতে রয়।
সত্যনিষ্ঠ শ্রমের দ্বারা আসে সুফল
সময় ন্যায় নিষ্ঠার কাজ হয় সফল
খোদার দয়ায় তারা হবে না বিফল।