সব ছেড়ে যাবে !
মনটা তোমার থাকে যদি ভালো
জ্বালাতে পারো সমাজে আলো।
ইহাকে যদি ভালোই রাখতে চাও
ইবাদত বন্দেগী বেশী করে যাও!
উপাসনা আরাধনায় রয়না কষ্ট
আল্লাহর কাজে হবেনা পথভ্রষ্ট!
কল্যাণের কাজ যেওনা এড়িয়ে
দয়া প্রার্থীদেরও দিওনা তাড়িয়ে!
সৃষ্টিকর্তার কাজে দিওনা ফাঁকি
তাঁর সন্তোষ্টির পথে সবাই থাকি!
দালান কোঠা অট্রালিকা ও বাড়ি
এসব যত আছে যেতে হবে ছাড়ি!
আল্লাহ রাসুলের কাজ করে গেলে
দুনিয়া আখেরাতে সব শান্তি মিলে!