সব মোদের তরে
সৃষ্টির সেরা সকল মানুষ
চলা ফেরায় করবো হুশ!
জ্ঞান আছে কম বা বেশি
ঠিক চললে হব না দোষী।
সব কিছুই আল্লাহর সৃষ্টি
কল্যাণে তিনি দেন বৃষ্টি!
যত সব বিরাজমান রয়
আমাদের হিতার্থেই হয়।
পাহাড় পর্বত মাঠে ঘাটে
দোকান ও বাজার হাটে।
মানুষেরই সমাগম যেথায়
শোরগোল থাকে সেথায়।
কৃষক শ্রমিক মজুর যারা
খেতে খামারে খেটে তারা!
কামার কুমার আর জেলে
অসীম কষ্টে জীবন চলে!
রোদ বৃষ্টি আঁধার আলো
আমাদের তরে সব ভালো!
দিনে বহমান আলোর গতি
সকলের থাকে চলার মতি।
দিন রজনী করেছেন দান
আল্লাহ কত যে মেহেরবান!