সম্মান বাড়ে !
তোমরা এক সাথে যাবে কোথায়
একত্র হয়ে বন্ধুরা সব সাজগুজে
প্রস্তুতি নিয়ে যে চলে এসে গেছো
সাথে কত কিছু আরোও থাকছে
আমাকে যেন নিয়ে যাও সেথায়।
ওরা বললো কোনো অসুবিধা নাই
আমরা সুদুরে ইসলামি সম্মেলনে
যোগ দিতে মিলেমিশে চলতে যাই
যতো বন্ধুদের সাথেই সাক্ষাৎ হবে
তুমিও যদি চাও যেতে পারো ভাই!
কত মাঠ ঘাট পেরিয়ে যাত্রা করি
প্রথমে পায়ে হেঁটে অনেক দূরের
রাস্তা পাড়ি দেই পরে একটি বাস
গাড়ীতে করে আমরা সবে তখন
সেথায় পৌঁছি আল্লার নাম স্মরি!
বিশাল এলাকা জুড়েই তৈরী স্থান
যেথা লোকে লোকারণ্য আরো ও
নীরব নিস্তব্ধ হয়ে একমনে শুনছে
প্রখ্যাত আলিমের মূল্যবান বয়ান
আমলে খোদা বাড়ান মান সম্মান!