সর্বনাশা বিপ্লব

অধিক খাদ্য ফলানোর নামে সবুজ বিপ্লব সর্বনাশা
আমাদের দরকার নেই এই সময়ে কারণ এ ধরনের
প্রকল্প মানুষসহ বাস্তুতন্ত্রের কারও খাদ্য ও স্বাস্থ্যের
সুরক্ষা দিতে পারে না তাই মোরা করিনা তো আশা।

করপোরেট ধান্ধাগুলোকেও প্রশ্ন করা জরুরিভাবে
জেনেটিক ফসল বিক্রির নতুন কোনো জীন বিপ্লব
দরকার নেই দেশের মাটি জল হাওয়া প্রাণসম্পদের
প্রতি আস্থা ও মমতায় এখন সব টিকে থাকবে তবে।

অগণিত লোকায়ত কৃষি সহযোগিতা করতে পারে
দেশব্যাপী ছড়িয়ে থাকা কারিগরি আর প্রাণসম্পদ
আমাদের ক্রান্তিকাল সামাল দিতেই দারুণভাবে যা
উৎপাদন থেকে পরিবহন বিপণন সহ যুগপৎ ধরে।

মজুত বিক্রয় পরিবেশন বণ্টন প্রক্রিয়াজাত করণ
কিংবা বিনিময় খাদ্য ব্যবস্থার প্রতিটি স্তরে দেশের
সব নাগরিকের ঐক্য প্রতিষ্ঠা জরুরি বাংলাদেশের
ভিন্ন ভিন্ন অঞ্চলের জনজীবন খাদ্য ফলনের ধরন।

দেশব্যাপী ছড়িয়ে থাকা অগণিত লোকায়ত কৃষি
কারিগরি আর প্রাণ সম্পদ আমাদের ক্রান্তিকাল
সামাল দিতেই দারুণভাবে সাহায্যও করতে পারে
উৎপাদন থেকে পরিবহন উন্নয়নে সব হবেই খুশি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *