সাফল্য

অতীতকেও ভুলে যাবে যতোক্ষণ
ক্ষমা করতে মেনে নিতে না পারো
যদি নিজের এগিয়ে যাবার ক্ষমতা
কাজে লাগাতে পারবেনা ততক্ষণ।

শুধু সামনের দিকেই এগুতে পারি
দরজা খুলতে ও আবিষ্কার করতে
কৌতুহলী এজন্যই সামনে এগিয়ে
যেতে যা উৎকৃষ্ট অনুপ্রেরণা সারি।

এগিয়ে যাওয়ার ইচ্ছায় সাহস থাকে
জীবনে যত কঠিন সময় আসুক না
কেন মনে যদি ভরসা থাকে তবে যা
চান সবকিছু অর্জন করবেন ফাঁকে।

জীবনটা যেনো সাফল্যের গল্প হয়
এগিয়ে যাওয়ার সে কারণে অতীত
জীবনের যতো গ্লানি মুছে অগ্রসর
হওয়ার শতো চেষ্টা করে যেতে রয়।

জীবন বাই সাইকেল চালানোর মত
পড়ে যেতে না চাইলে শতো উৎসাহ
উদ্দীপনা দৃঢ়ভাবে মনে স্থাপন করে
তপস্যা ও সাধনায় থাকো অবিরত।

ব্যর্থ হওয়া মানেটা জীবন ব্যর্থ নয়
ভাল কিছু হতে হয়তোবা তুমি বেশ
উত্তমের দিকে অগ্রসর হয়ে চলেছ
মনিষীদের এমনই শতো দৃষ্টান্ত রয়।

প্রয়োজন নেই সামনে এগিয়ে যেতে
অতিক্রম করো পর্যায়ক্রমে সম্মুখে
যত বাধাবিঘ্ন উপস্থিত হয়ে যায় সব
এড়িয়ে চলে যেতে হয় অগ্রসর হতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *